শনিবার, ১৫ নভেম্বর ২০২৫,
১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
বিশেষ সংবাদ
ডিএসসিসির পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 3 October, 2024, 7:04 PM  (ভিজিট : 176)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা লক্ষ্যে গঠিত 'কমিটির' প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সভা অনুষ্ঠিত হয়। 

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,সভায় কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, 'স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে বিদ্যমান পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে। কমিটির মাধ্যমে এই করপোরেশন পরিচালনার জন্য আপনাদের ওপর গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাই, আপনাদের সকলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে আজকের এই সভা আহবান করা হয়েছে। আমি আপনাদের সকলের অব্যাহত সহযোগিতা ও সুচিন্তিত মতামত কামনা করছি।'

পরবর্তীতে কমিটির সদস্যবৃন্দ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্ব স্ব মতামত ব্যক্ত করেন। এ সময় কমিটির সদস্যবৃন্দ বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সড়ক বাতির সচলতার (জ্বালানো) ওপর জোর দেওয়ার পাশাপাশি বন্ধ বা নষ্ট হওয়া সড়ক বাতিগুলো যেন যথাসময়ে সংস্কার বা পরিবর্তনের ওপর জোর দেয়। 

ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য-সচিব মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক( ত্রাণ) মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মমিন উদ্দিন, ঢাকা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফারজানা জামান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) হেলালুজ্জামান সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক ডা. শামীম রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.এ.বি.এম.আবু হানিফ(প্রশাসন),এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক, ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার(অপারেশনস) রফিকুল ইসলাম
স্থানীয় সরকার, স্থানীয় সরকারের ঢাকা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান, ঢাকা ওয়াসার পরিচালক মোহাম্মদ সেলীম, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূরুল আমিনসহ কমিটির সদস্যবর্গ এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ যে, গত ২৬ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।

আ. দৈ. /কাশেম 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘নো ভোট’ লিখে আ.লীগের পক্ষে পোস্ট, ইবি শিক্ষার্থী আটক
২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হয়েছে ৩০ দলের
গণভোটের চার প্রশ্নে দ্বিমত হলে ‘না’ বলার সুযোগ কোথ: রিজভী
৩ জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদ মিথ্যা : প্রেসসচিব
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় কঠোর অবস্থান জামায়াত নেতার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম সহ আটক ৩
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল শুরু,
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝