গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।আজ ৮ আগস্ট ২০২৫, শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্মম এই হত্যার নিন্দা জানিয়ে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো দেশবাসী হতবাক । একটি সভ্য রাষ্ট্রে এমন হত্যাকাণ্ড কোনভাবেই কাম্য নয়।
হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা পরও খুনিদের আইনের আওতায় আনা যায়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, এই ঘটনা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখোমুখি করেছে। এ ঘটনার পর থেকে গোটা সাংবাদিক সমাজ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং চরমভাবে উদ্বিগ্ন।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা দেশের সাংবাদিকদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে খুন হন মো. আসাদুজ্জামান তুহিন (৩৮), যিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন