ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) ‘দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এবার পেয়েছে ‘সুকুক অ্যাডভাইজার অব দ্য ইয়ার’ এবং ‘বেস্ট ব্যাংক ক্যাপিটাল সুকুক’ পুরস্কার।
বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
টানা দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করল ইউসিবিআইএল, যা বাংলাদেশের বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানটির নেতৃত্বের আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই স্বীকৃতি ইউসিবিআইএল-এর উদ্ভাবনী চিন্তাধারা, পেশাদারিত্ব ও গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিফলন। প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইউসিবিআইএল তাদের গ্রাহক, বিনিয়োগকারী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের আস্থা ও সহযোগিতা তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
উল্লেখযোগ্য যে, ইউসিবিআইএল ইতিপূর্বে ইউরোমানি, ফাইন্যান্সএশিয়া ও এশিয়ামানি থেকেও ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি দ্য অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫-এ পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে ইউসিবিআইএল আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে।
প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও টেকসই আর্থিক সমাধানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।