মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫,
১৪ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
জাতীয়
শেখ রেহানার ছেলে ববির নামে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 28 July, 2025, 7:44 PM  (ভিজিট : 46)

প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে বারো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি নির্ভরযোগ্য বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখেছেন। অথচ তার নামে কোনো স্বীকৃত ব্যবসা-বাণিজ্য বা আয়ের উৎস নেই।

অভিযোগে আরও বলা হয়, অবৈধভাবে অর্জিত এই অর্থের উৎস গোপন করতে তিনি তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। মামলায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে, চলতি বছরের ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা জমির প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেই মামলায় শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাও অভিযুক্ত হন। এসব অভিযোগপত্র এখন আদালতে বিচারাধীন। ঐ মামলার অন্যতম আসামি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও।

এছাড়া, গত ১৭ জুলাই আরও বিস্ফোরক এক পদক্ষেপে দুদক পৃথক চারটি মামলা দায়ের করে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে। এসব মামলায় তারিক আহমেদের নামে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকা, বড় মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের নামে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকা এবং ছোট মেয়ে বুশরা সিদ্দিকের নামে ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের করা হয়।

আ.দৈ/আরএস

   বিষয়:  শেখ রেহানার   ছেলে   ববির   নামে   দুদকের   মামলা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের কারণ জানালেন সালাহউদ্দিন (ভিডিও)
এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
হুদা কমিশনের বিরুদ্ধে সাড়ে ৭ কোটি টাকা লোপাটের অভিযোগ, অনুসন্ধানে দুদক
আগামীকাল ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডি : নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা
গণপূর্তে আবার ইসকনের থাবা, অজন্তার তদ্বিরে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর
সীমান্ত ব্যাংক এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পানির জন্য পল্লবীতে বিহারীদের সড়ক অবরোধ
বড় মেয়ের পালিয়ে বিয়ের জেরে, ছোট মেয়েকে ৪ বছর ঘরবন্দি করে রাখলেন বাবা
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝