অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে ‘মুজিববাদের কোমর ভেঙে দেওয়ার’ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
সারজিস আলম বলেছেন, ‘মুজিববাদ একটি কেবল রাজনৈতিক মতাদর্শ নয়, এটি একটি ক্ষমতাকেন্দ্রিক ষড়যন্ত্রের পৃষ্ঠপোষকতা। তাই কেবল আইন বা বিচারিক প্রক্রিয়ায় নয়, আমাদের এটি মোকাবিলা করতে হবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে।’
এনসিপির এই নেতা বলেন, ‘একটি অভ্যুত্থানের জুলাই পার হয়ে আরেক জুলাই এসেছে। অথচ ষড়যন্ত্র থেমে নেই। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুজিববাদী সন্ত্রাসীরা এখনো সক্রিয়। আমাদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু মুজিববাদের বিরোধিতায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অন্তর্বর্তীকালীন সুশীল সরকার নয়, চাই অভ্যুত্থান পরবর্তী শক্তিশালী শাসনব্যবস্থা এমন প্রত্যাশা জানিয়ে সারজিস আলম বলেন, আমরা কোনো ‘সুশীল সরকার’ চাই না। আমরা চাই একটি শক্তিশালী, দায়িত্বশীল সরকার; যারা অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মোকাবিলা করে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে পারবে।
বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিচারবিভাগ যেন কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো তোষামোদ বাহিনী না হয়। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, থাকবে মতভেদও। কিন্তু তা যেন রাজনৈতিক সৌন্দর্যকে নষ্ট না করে। কেউ চাঁদাবাজি করলে তার মুখের ওপরই তা বলব, কারণ এই রাজনীতির মঞ্চ শুদ্ধতার স্থান।