শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
রাজনীতি
সমাবেশের আগেই জামায়াত সেক্রেটারির দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 17 July, 2025, 5:23 PM  (ভিজিট : 40)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার হতে যাওয়া জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ হতে পারে- এমন ধারণা করে আগাম দুঃখ প্রকাশ করলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন তিনি

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ধারণা করছি রাজধানীতে বিপুল লোক সমাগম হবে। এতে কিছু যানজট ও জনদুর্ভোগ হতেই পারে। এ জন্য আমরা আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত বারবার নির্যাতিত হয়েছে, রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা রাজনৈতিক অধিকার চর্চার বাস্তব সুযোগ পেয়েছি। তাই ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছি।’ 

তিনি বলেন, ‘এই সমাবেশে সব রাজনৈতিক দল ও শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব মহলকে সঙ্গে নিয়েই এগোতে চাই আমরা।’ 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯ জুলাইয়ের সমাবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে, সবার জন্য রাজনৈতিক মাঠের সমতা (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার ও আহতদের পুনর্বাসন, সাংবিধানিক ও নির্বাচনী সংস্কার, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা (পিআর সিস্টেম) চালুর দাবি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, সমাবেশ সফল করতে এরই মধ্যে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস

   বিষয়:  সমাবেশের   আগেই   জামায়াত   সেক্রেটারির   দুঃখ   প্রকাশ  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
“আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ, নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ”
এসএসসি পরীক্ষায় পাসের দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ
তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশ ফুটবলার
৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকা-পটুয়াখলী মহাসড়ক অবরোধ
শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ বললেন সোহেল তাজ
১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ: সারজিস
এনসিপির ফরিদপুরে পদযাত্রায় ব্যাপক অংশগ্রহণ
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝