রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এর সঙ্গে সাক্ষাৎ করেছেন (রিহ্যাব) নেতারা। আজ মঙ্গলবার রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার
নেতৃত্বে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ প্রকৌশলী আব্দুল লতিফ এবং পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ রাজউক কার্যালয়ে চেয়ারম্যানের দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন।
রিহ্যাব এর প্রতিনিধি দল রাজউক চেয়ারম্যানের সাথে দেখা করে দ্রুত সময়ের মধ্যে রাজউকের সার্ভার সচল করার জোর দাবি জানান। একই সাথে শুন্য পদে লোকবল নিয়োগ করে সার্ভিস সহজ করার দাবি জানান রিহ্যাব নেতৃবৃন্দ।
এ সময় রাজউক চেয়ারম্যান আগামী এক সপ্তাহের মধ্যে সার্ভার সচল করার আশ্বাস দেন। কোন কারণে সচল করা সম্ভব না হলে ম্যানুয়্যাল পদ্ধতিতে কাজ শুরু করার কথা বলেন তিনি। রাজউক চেয়ারম্যান বলেন, রাজউকে লোকবল ঘাটতি আছে। সেটা পুরণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ে সার্ভিস সহজ হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এখানে উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে রাজউকের সার্ভার বন্ধ হয়ে আছে কারিগরি ত্রুটির কারণে। এটা বন্ধ থাকায়, জমির ছাড়াপত্র ও অকুপেন্সি সদন পাওয়া যাচেছ না। একই সাথে বাড়ির তৈরির কোন প্লান পাশ করা যাচ্ছে না। ফলে জমির মালিক, ডেভেলপার সহ সেবা প্রার্থীরা মারাক্তক সমস্যায় পড়েছেন।