হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার এলাকাকে 'নিরব এলাকা' হিসেবে ঘোষণা করেছে ডিএনসিসি।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল 'লা মেরিডিয়ান' পর্যন্ত) এলাকাকে "নিরব এলাকা" হিসেবে ঘোষণা করা হলো। বিষয়টি ০১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ হতে কার্যকর হবে।
উল্লিখিত এলাকায় চলাচলকারী জনগণ/যানবাহনকে হর্ন/ভেপু বাজানো, মাইক/স্পিকার বাজানো, উচ্চস্বরে গান বা বিজ্ঞপন প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হল। উক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আ. দৈনিক/ কাশেম