শুক্রবার, ১১ জুলাই ২০২৫,
২৭ আষাঢ় ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১১ জুলাই ২০২৫
ধর্ম
নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 22 November, 2024, 8:40 PM  (ভিজিট : 166)

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,জনগণের ভোটে নির্বাচিতদের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, ‘ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। আমরা এমন একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে চাই যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। ১৬ বছর পর দেশের জনগণ নিজের ভোট নিজে দিয়েই প্রতিনিধি নির্বাচিত করবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে।’

আজ শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার ৪৪তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের পারস্পরিক সঙ্কট ও আস্থাহীনতাই আমাদের ধ্বংস করছে। মুসলমানরা ঈমান আমল থেকে অনেক দূরে সরে গেছে। আমাদেরকে অবশ্যই চারটি আমল আঁকড়ে ধরতে হবে। পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরব, আলেমদের অনুসরণ করব।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘মতবিরোধের কারণে পারস্পরিক যে সঙ্কট তৈরি হচ্ছে তা আমাদের ধ্বংস নিয়ে আসছে। এই মতবিরোধের কারণে বাদশা ধ্বংস হয়ে গেল, একই কারণে ইমাম গাজ্জালী, ইমাম নাসায়ী মৃত্যুবরণ করলেন। মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণে ইমাম বোখারীকে বোখারা থেকে বের করে দেয়া হয়েছে। অথচ কেয়ামতের আগ পর্যন্ত আরেকজন ইমাম বোখারী দুনিয়ায় আসবেন না।’

তিনি বলেন, ‘দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করেন তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। বাংলাদেশের কোনো আলেম এক টাকাও চুরি করেননি। তারা কোনো টাকা পাচারও করেনি।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার চেষ্টা করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত করার জন্য। ইতোমধ্যে দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমরা দেশের রিজার্ভে হাত না দিয়েই বেশ কিছু দেনা পরিশোধ করেছি। আরো কিছু সংস্কার বাকি রয়েছে। তার সমাধান করেই নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।’

এ সময় মাদরাসা পরিচালক মাওলানা আবু তাহের আজিজির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ, মাওলানা আব্দুল মান্নান ওসমানী, মাওলানা মোস্তফা নূরী, পুটিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আমিনুল হক। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বিএনপি নেতা আব্দুল মাবুদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ আফসার কোম্পানি উপস্থিত ছিলেন।

আ. দৈ. /কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনায় সরকারের প্রশংসায় বিএনপির মহাসচিব
নেস্‌লে বাংলাদেশ পিএলসির এক্সপোর্ট অপারেশনে সাহসী নতুন যাত্রা
মহাখালীতে ডিএনসিসির কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে দুর্নীতি, দুদকের মামলা
৮ বছরে 'মেলেনি'র মুক্তি, বিএনপি নেএীর বিরুদ্ধে ব্যবসয়ীর অভিযোগ
হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে: তথ্য উপদেষ্টা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

প্রধান নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন ডিএসসিসি প্রশাসক ও স্থানীয় সরকার সচিবের
‘আমরা একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা বাংলাদেশকে বদলে দেবে’
হাত-পা নেই, মুখ দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ পেলেন লিতুন জিরা
হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে: তথ্য উপদেষ্টা
জাপা থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘অগঠনতান্ত্রিক’, প্রত্যাখ্যান করলেন আনিসুল-রুহুল-মুজিবুল
ধর্ম- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝