বাংলাদেশ ফুটবলের নতুন করে যাত্রা শুরু হলো আবার। কারণ আজ শনিবার ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০০৮ সালের পর সালাউদ্দিনের একনায়কতন্ত্র ফেডারেশন থেকে মুক্ত হলো এই সংস্থাটি। ১২৩ - বিপুল ভোট পেয়ে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার এবং দু'বারের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। তার বিপরীতে দাঁড়ানো প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫টি ভোট।
অপরদিকে নতুন চার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাসের জাহেদি, ওয়াহেদ হ্যাপি, সাব্বির আরেফ এবং ফাহাদ করিম।
নির্বাচনে ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের শাহরিয়ার জাহেদী। লক্ষীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি পেয়েছেন ১০৮ ভোট। সাব্বির আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় ও ফাহাদ করিম ৮৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দিনভর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার পর ফলাফল প্রকাশ করে বাফুফের নির্বাচন কমিশন।
এদিন ভোট গণনার পর শুরুতে সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।
আগামী ৪ বছরের জন্য বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তাবিথ আউয়াল। রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় সিনিয়র সহ-সভাপতি পদে আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
এদিন সভাপতি, সহ-সভাপতি, সদস্যের ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ছিল ৪৫। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন ছিলেন।
আ.দৈ/এআর