টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ডেইরি ফার্ম মালিকদের সাথে আইএফআইসি ব্যাংকের গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাহেবের বাড়িতে এ গ্রাহক সম্মিলন অনুষ্ঠিত হয়। বক্তারা বক্তব্যে বলেন "আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যা ইতিমধ্যে শাখা-উপশাখার ভিত্তিতে দেশের সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্কে পরিনত হয়েছে।
দেশের প্রথম সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক দীর্ঘ চার দশক ধরে বিশ্বস্ততার সাথে ব্যাংকিং সার্ভিস দিয়ে আসছে। আপনারা আমানত রাখা, ঋণ গ্রহণ করা ছাড়াও ব্যাংকিং সকল সুবিধা গ্রহণ করতে পারবেন আইএফআইসি ব্যাংক থেকে।"
গ্রাহক সম্মিলনে ধনবাড়ী শাখার ব্যবস্থাপক জনাব রিপন বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের ধনবাড়ী শাখার মার্কেটিং এন্ড সেলস্ অফিসার মাহমুদুল হাসান, আইএফআইসি ব্যাংকের গোপালপুর উপশাখার ইনচার্জ সাফকাত সভরিন নাবিল, গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, উপজেলার ডেইরি ফার্ম মালিক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই আইএফআইসি ব্যাংকের সেবা ও পন্যের প্রশংসা করেন।
আ. দৈ. /কাশেম