বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
জাতীয়
আসিফের বিবৃতিকে মিথ্যাচার বললেন ইশরাকের অনুসারীরা, নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 19 May, 2025, 8:39 PM  (ভিজিট : 141)

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। একইসঙ্গে ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত ইস্যুতে দশটি বাধা আছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাকে চরম মিথ্যাচার বলেও আখ্যা দিয়েছেন ইশরাকের অনুসারীরা।

সোমবার (১৯ মে) বিকেলে নগর ভবনের সামনে ব্লকেড কর্মসূচি থেকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। কর্মসূচি ঘোষণা করেন সিটি করপোরেশনের সাবেক সচিব মশিউর রহমান।

এখনও কেনো ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করা হচ্ছে না- এমন প্রশ্ন তুলে মশিউর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। যদি আগামীকালের (মঙ্গলবার) মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই।

এর আগে সোমবার বেলা ১১টা থেকে নগরভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। বেলা ১১টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা।একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। কার্যত সকাল থেকেই অচলবস্থা বিরাজ করে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়।

আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিল। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পাওয়া গেছে। নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। কিন্তু এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

এদিকে সকাল থেকেই নগর ভবনের সামনে স্টেজ বানিয়ে অবস্থান করে নগর ভবন এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।এ নিয়ে গেল পাঁচ দিন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গত শনিবার এবং রোববার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।

অন্যদিকে সিটি করপোরেশনের ভেতরে যাওয়ার সব গেটে তালা লাগিয়ে দেওয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারীরা দফতরে বসতে পারছেন না। ফলে জরুরি প্রয়োজনে নগর ভবনে আসা সেবা প্রত্যাশীরা কাজ না করেই ফিরে যাচ্ছেন।

আ.দৈ/আরএস

   বিষয়:  আসিফের   বিবৃতিকে   মিথ্যাচার   বললেন   ইশরাকের   অনুসারীরা   নতুন   কর্মসূচি   ঘোষণা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইনিংস ব্যবধানে সিলেট টেস্টে জয় লক্ষ্য বাংলাদেশ
আরো ৫ এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের
জাতীয় ঈদগাহের পাশে রহস্যময় খণ্ডিত মরদেহ উদ্ধার
গণভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর : সিইসি
প্রধান উপদেষ্টার দপ্তরে আলী রীয়াজের বিশেষ সহকারী পদে নিয়োগ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
আ’লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি,সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
দিল্লি হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অপহ্নত ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুদীপ্তর লাশ উদ্ধার,গ্রেপ্তার-২
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝