টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীল চিন্তা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধান প্রদান বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা ইকোসলভ-এ বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে আইএফআইসি ব্যাংক।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তাদের পারিপার্শ্বিক পরিবেশ বিষয়ক বিভিন্ন সমস্যা ও এর টেকসই গ্রহণযোগ্য সমাধান প্রদানে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ‘পরিবেশ আপনার, দায়িত্ব আপনার’ শীর্ষক আয়োজন ইকোসলভ বিষয়ক এই প্রবন্ধ প্রতিযোগিতা। এতে ৩ হাজারের বেশি প্রবন্ধ থেকে ১২ জন শিক্ষার্থীর প্রবন্ধ চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের স্মারক, সনদ ও সম্মাননা চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।
এ সময় তিনি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রকৃতির সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই প্রবন্ধ প্রতিযোগিতা ব্যাংকের একটি ক্ষুদ্র প্রয়াস হলেও এর প্রভাব সুদূরপ্রসারী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষা ব্যক্তিগত পর্যায়ে সকলের সামাজিক দায়িত্ব বলেও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে ইকোসলভ প্রবন্ধ প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং মিজ ফারিয়া হায়দার।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা।
এছাড়াও সম্মানিত বিচারকমণ্ডলীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ওয়াটার এইড এর রিজিওনাল হেড খাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ড. সৈয়দ মাহবুবুর রহমান, নটর ডেম কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পরিবেশ সুরক্ষায় উদ্ভাবনী ও টেকসই ভূমিকার জন্য শিক্ষার্থীদের ‘আইএফআইসি ইকোসলভ’ সম্মাননা