গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ) দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। দুদক টিমের সদস্যরা অভিযানকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ থেকে উক্ত কাজের প্রাক্কলন, কাজ সমাপ্তির সনদ, বিল ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।
গণমাধ্যমকে এই তত্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি আরো জানান, দুদক টিমের সদস্যরা সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখতে পান যে, ফ্যানের রেগুলেটর, থ্রি গ্যাং ইত্যাদি হংকং/ মালায়েশিয়া/সিংগাপুর/ দ: কোরিয়া/ থাইল্যান্ড/ ইংল্যান্ড/ জার্মানি/ জাপানী প্রতিষ্ঠানের হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে দেশীয় কোম্পানি সুপার স্টারের ফ্যান রেগুলেটর ও থ্রি গ্যাং সুইচ সরবরাহ করা হয়েছে।
এছাড়াও ১ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৮ মিটার ক্যাবল ও ২৭ হাজার টাকা মূল্যের ৬টি সার্কিট ব্রেকার পরিদর্শনকালে পাওয়া যায়নি। সার্বিক বিবেচনায় উক্ত সংস্কার কার্যক্রমে ব্যাপক অনিয়ম হয়েছে মর্মে অভিযানকালে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র যাচাইপূর্বক অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./ কাশেম