রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের উপিস্থিতেত রাজউক অডিটরিয়ামে বাস্তবায়িত উত্তরা ১৮ নং সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের 'এ' ব্লকে নির্মিত গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের ১৭২ টি ফ্ল্যাট সাময়িক বরাদ্দ সংক্রান্ত ৭ম লটারি অনুষ্ঠিত হয়েচছে। আজ সোমবার (২৪ মার্চ) উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিতি লটারি হয়েছ।
স্বচ্ছ ভাবে লটারি কার্যক্রম পরিচালনায় ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীরাও সন্তুষ্ট বলে জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজউক এর সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মোঃ আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ, সংবাদমাধ্যম এর প্রতিনিধিবৃন্দ এবং রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
গণমাধ্যমেক এই তথ্য নিশ্চিত করেছেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মোঃ আব্দুল্লাহ আল মারুফ । তিনি আরো জানান, রাজউকের আয়োজিত আজকের লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যার এর মাধ্যমে ৩ পর্যায়ের বাছাইকরণ শেষে সর্বমোট ৩,৪৩৩ জন আবেদনকারীর মধ্যে ৩,১৩৪ টি সম্পূর্ণ আবেদনের প্রেক্ষিতে লটারির ফলাফল প্রকাশিত হয়।
যার মাধ্যমে ১৭২ জন আবেদনকারী ফ্ল্যাট সাময়িক বরাদ্দ প্রাপ্তির জন্য নির্বাচিত হত। এর পূর্বে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীদের মাধ্যমেই পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়। রাজউক কর্তৃক আয়োজিত এই লটারির মাধ্যমে আজ ১৭২ টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ প্রদান করা হয়। উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে মোট ৭৯ টি ভবনে ৬৬৩৬ টি ফ্ল্যাট রয়েছে যার মধ্যে ইতিমধ্যে বরাদ্দকৃত ফ্ল্যাট সংখ্যা ৬৪৬৪ টি। সমগ্র প্রকল্প এলাকার ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ভবনের রয়েছে Sewage Treatment Plant, Rain water harvesting system, Reticulated System এ এল.পি গ্যাস সরবরাহের প্রযুক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, "বাংলাদেশের প্রেক্ষিতে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। আজকের এই লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজউক বদ্ধপরিকর।"
আ. দৈ.. / কাাশেম