বাগেরহাট সরকারি শিশু পরিবারে (বালিকা) নিম্নমানের খাবার প্রদান ও শিক্ষার্থীদের বৃত্তির অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৮ মার্চ,)বাগেরহাট দুদকের জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
দুদক টিম সরেজমিন বাগেরহাট সরকারি শিশু পরিবার পরিদর্শনপূর্বক উক্ত শিশু পরিবারে বসবাসরত বালিকাদের সাথে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে অভিযোগের বিষয়ে কথা বলেন। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাইম।
তিনি আরো জানান, অভিযানকালে দুদক টিমের সদস্যরা ওই প্রতিষ্ঠানের খাবার তালিকা, রেট সিডিউল, ঠিকাদারের তথ্য, বাজেটের বরাদ্দপত্রসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে শিশুদের জন্য বরাদ্দকৃত খাবার, খেলনা, জামা-কাপড়, চিকিৎসাসামগ্রীসহ অন্যান্য উপকরণ বিতরণে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এছাড়াও, ঠিকাদার কর্তৃক সরবরাহকৃত উপকরণসমূহের বিল-ভাউচার ছাড়াই ইচ্ছেমতো ইন্ডেন্ট রেজিস্টার ও স্টক রেজিস্টারে বেশি দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিল উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
আ. দৈ./ কাশেম