ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৪ কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দুই জনকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ।
তিনি জানান, ডিএমটিসিএলের ৪ কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় ইতোমধ্যে এমআরটি পুলিশের এক এসআইসহ দুই জনকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপের ফলে বর্তমানে নিয়ম অনুযায়ী নির্বিঘ্নে মেট্রোরেল চলাচল করছে।
এর আগে রোববার (১৬ মার্চ) বিকেলে এমআরটি পুলিশ কর্তৃক মেট্রোরেলের ৪ কর্মী লাঞ্ছিতের ঘটনায় সোমবার সকাল থেকেই কর্মবিরতিতে নামেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। তবে জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখা হয়।
অন্যদিকে কর্মবিরতির ফলে সকাল থেকে মেট্রোরেল স্টেশনে নতুন টিকিট বা এমআরটি পাস দেয়া হচ্ছিল না। এতে যাদের টিকিট নেই, তারা টিকিট ছাড়াই ফ্রিতে গন্তব্যে যাতায়াত করতে পারছিলেন। সবশেষ মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করলে প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টা থেকে আবারও মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু হয়।
আ.দৈ/আরএস