সম্প্রতি ইবিএল ও জে ডব্লিউ অ্যাপারেল একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি চট্রগ্রামে জে ডব্লিউ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং জে ডব্লিউ অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক জিন হাইউক পাইক চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে, জে ডব্লিউ অ্যাপারেলের এমপ্লয়ীরা ইস্টার্ন ব্যাংকের কাছ থেকে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লোনসহ অন্যান্য অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা পাবেন। অনুষ্ঠানে ইবিএল পে-রোল বিভাগ প্রধান তৃষা তাকলিম এবং জে ডব্লিউ অ্যাপারেলের মানবসম্পদ ব্যবস্থাপক মোঃ জিয়াউল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান