বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কর্মচারীদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা। ৮ মার্চ দুপুরে কলেজের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে ইসলামি ছাত্রশিবির সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির শিক্ষা দেয়। এই মাসে সকলকে আত্মগঠনের পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।
বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও আদর্শ সমাজ গঠনের শিক্ষা দেয়। সমাজে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
বিএম কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. সাহেদ খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের বরিশাল মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, মহানগর মাদরাসা কার্যক্রম সম্পাদক মোহেবুল্লাহ আরাফাত, শিবিরের বিএম কলেজ শাখা সেক্রেটারি মো.নাহিদ হাসানসহ শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই আয়োজনের মাধ্যমে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।
আ. দৈ./ কাশেম