বরিশালে বিএম কলেজ মাঠে বইপ্রেমীদের অন্যতম প্ল্যাটফর্ম ব্রজমোহন বই-বন্ধু'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ মার্চ (মঙ্গলবার ) ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ৪ মার্চ বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী মিলে শিক্ষা, সচেতনতা এবং বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে গড়ে তোলে ব্রজমোহন বই-বন্ধু সংগঠনটি। এক বছর পূর্তির এ বিশেষ দিনে সদস্যরা একত্রিত হয়ে ইফতার আয়োজন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে তাদের ১ম বর্ষপূর্তি উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, মো. শাহেদ খান এবং ব্রজমোহন বই-বন্ধুর বিভিন্ন বিভাগের প্রতিনিধি ও বিএম কলেজের শিক্ষার্থীরা।
সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ইয়ামিন বলেন, আজ ব্রজমোহন বই-বন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা বিশ্বাস করি, বই শুধু জ্ঞানের উৎস নয়, এটি সমাজের পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই এক বছরে আমরা অনেক কিছু শিখেছি, এবং আমাদের সঙ্গী সদস্যরা, সমর্থকরা ও সকল স্বেচ্ছাসেবীর অবদান আমাদের কাজকে সফল করেছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছি, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
অনুষ্ঠানে বই পড়ার প্রতি আরো বেশি আগ্রহী করতে সক্রিয় সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের বই পড়ার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সহায়তা করবে।
বক্তারা বলেন, বই মানুষের পরম বন্ধু। এটি শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের জীবনবোধ ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। ব্রজমোহন বই-বন্ধু তরুণ প্রজন্মের মাঝে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করতে অসাধারণ ভূমিকা রাখছে।
সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে সাহিত্য ও বই পড়া সংক্রান্ত নানা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
আ. দৈ. / কাশেম