ঢাকার সাভারে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। অভিযান থেকে অন্তত ৪ শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাওগাতুল আলম।
সাভার হাইওয়ে থানার ওসি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরী করে ব্যবসা পরিচালনা করছে মানুষজন। এতে করে পথচারীদের যেমন হাটা চলায় সমস্যা হচ্ছে তেমনি কোথাও কোথাও যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে সাভার হাইওয়ে থানা পুলিশ গত কয়েকদিন ধরেই ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অন্তত ৪ শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পর্যায়ক্রমে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের যেসব স্থানে এরকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এমআই