পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার উদ্যোগে এক স্বাগত র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিএম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার কলেজের ভিতরে এসে শেষ হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার র্যালি শেষে অধ্যক্ষ বলেন, পবিত্র মাহে রমজানের উচ্ছ্বসিত আগমনী বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে এবং এর পবিত্রতা রক্ষায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বিএম কলেজ প্রশাসন রমজানকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের রমজানের পবিত্রতা রক্ষা এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
মাহে রমজান উপলক্ষে আয়োজিত স্বাগত র্যালিতে ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আ. দৈ. /কাশেম/রিফাত