রাজধানীর মিরপুর-১০ এর বেনারসি শাড়ি মার্কেটে ভূমিধসুদের দখলে থাকা সরকারি রাস্তা, ৫ বিঘা খেলার মাঠ ও দুটি চিল্ড্রেন পার্ক উদ্ধারের দাবিতে সমবেশ ও মিছিল করেছেন এলাকাবাসী।
আজ বুধবার দুপুরে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী আমিনুল কবির উজ্জ্বল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব নেয়াজ আহমেদ খান।
এলাকাবাসীর মধ্য থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ কোরবান আলী, রাজু বিন সামাদ প্রমুখ। সমাবেশ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন সমাবেশের প্রধান অতিথি। জাতীয় জ্ঞান কতৃপক্ষের মিরপুর বিভাগ-২ কর্তৃক প্রণীত সকল খন্ড নকশা অবিলম্বে বাতিল, খন্ড নকশার সাথে জড়িত হাউজিং কর্মকর্তা ও উপকারভোগী ভূমিদস্যুতের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড ভুক্ত মিরপুর ১০ কের দখল হয়ে যাওয়া ৫ বিঘার খেলার মাঠ ও দুটি চিলড্রেন পার্ক অবিলম্বে ভূমিদস্যুতের হাত হতে উদ্ধার, ৬০ ফিট ও ৪০ ফিট প্রশস্ত চারটি লিংক রোড হতে অবৈধ স্থাপনা অপসারণসহ ডিসি (ট্রাফিক) মিরপুর বিভাগের অবৈধ ভবন ভেঙ্গে ফেলার দাবি এলাকাবাসী উত্থাপন করে অবিলম্বে ভূমিদস্যুদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
সমাবেশের সভাপতি আমিনুল কবির উজ্জ্বল তার বক্তব্যে মিরপুর ১০ এর এ ব্লকষ্থ ১৯ নম্বর লেনের বাড়ি নং ১৯ ও ২০ এর মালিক দয়ের ভূমিদস্যুতার নিন্দা জানান ও রাস্তার জায়গার দখল নিজ দায়িত্বে অপসারণের অনুরোধ জানান। সিটি কর্পোরেশন বা রাজউক বাড়ি ভাঙতে আসলে পুরো সম্পত্তির ক্ষতি হবে বলে উজ্জ্বল সবাইকে জানান।
সমাবেশ শেষে ৩নং ওয়ার্ডবাসি মিরপুর এর বেনারসি পল্লী প্রদক্ষিণ করে ডিসি ট্রাফিক মিরপুর বিভাগের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে কর্মসূচি সমাপ্ত করেন। মিছিলে ভূমিদস্যু দখলবাজ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের শাস্তি দাবি করে স্লোগান দেন এলাকাবাসী।
আ. দৈ. /কাশেম