সীমান্ত ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫ লালমনিরহাটে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। লিড ব্যাংক হিসেবে সীমান্ত ব্যাংকের এই আয়োজনে জেলার সকল তফসিলি ব্যাংক অংশগ্রহণ করে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে ২২টি ব্যাংক এবং ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের নির্বাহী পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব মোঃ মাসুম হায়দার, এবং সভাপতিত্ব করেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম।
কনফারেন্সের সূচনা হয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জনাব মূহাম্মদ ওবায়দুর রশীদের পরিচালনায় শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কনফারেন্সের শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্কুল ব্যাংকিং কনফারেন্স আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন করা, প্রয়োজনীয় আর্থিক জ্ঞান প্রদান এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা।
বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট সারাদেশে আর্থিক অন্তর্ভূক্তি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি জেলায় এ ধরনের সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহন করেছে।
র/আ