কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের ক্রেস্ট এবং বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্যদিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতি আখিল আফতাব রেজওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা বায়োটেক এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা, গনিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় সভাপতি আখিল আফতাব রেজওয়ান বলেন, এটা আমাদের নবীন বরন ও প্রবীণ বিদায়ীদের মিলনমেলা, যার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরো দৃঢ় হবে। আগামীতে এই ভ্রাতৃত্বের বন্ধনের সম্প্রসারণ সুদৃঢ় হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
এসময় অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, বিদায় কষ্টের হলেও এই বিদায় আনন্দের কারন নবীন শিক্ষার্থীদের মেন্টর দরকার, সহযোগী দরকার,যেটা একজন প্রবীণ শিক্ষার্থীই পারে।এছাড়া তিনি নবীণদের উদ্দেশ্য করে বলেন, "স্থির লক্ষ্য, সমস্যা সমাধান এবং ভালোলাগা উপলব্ধি করেই পড়াশোনা করতে হবে তাহলেই সফলকাম হওয়া সহজ হবে।
উল্লেখ্য, রাজশাহী জেলা থেকে পড়তে আসা সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠার লক্ষ্যে ও মানসিক অবসাদ দূরীকরণের উদ্দেশ্যে এমন আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিন সকাল ৯ টা থেকে খেলাধুলা, দুপুরে খাওয়া দাওয়া পরবর্তীতে পুরস্কার বিতরণ সহ ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
আ. দৈ./ কাশেম / সাকিব