ইসলামী স্কলার ও আল-কুরআন বিভাগের অ্যালামনাই মুফতি আমির হামজা বলেন,"দেড় হাজার বছর আগের আইয়্যামে জাহেলাত যুগ আর পনেরো বছর আওয়ামী শাসনামলের যোগসূত্র রয়েছে কারন তাদের নীতি নৈতিকতা, আদর্শ একই ছিলো।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অনুষদভুক্ত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে প্রথমবারের মতো অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা যেহেতু কুরআনের ছাত্র-ছাত্রী তাই আমাদের উপর টার্গেট তাদের আরো বেশি। আমি রিমান্ডে অনেকগুলো অফিসারের এই বক্তব্য শুনেছিলাম, বিগত পনেরো বছরে আল কোরআন সহ ইসলামিক যত ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো সব বৈষম্যের শিকার হয়েছে।
অনুষ্ঠানে আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী উপস্থিত ছিলেন। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাঃ শেখ মহিউদ্দিন। এছাড়া অধ্যায়নরত শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধিক অ্যালামনাই এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যারা কুরআনের জ্ঞান অর্জন করেছে তারা হলো উত্তম। আপনার কাজ হলো কুরআনের শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া রাসুল (স) এর পক্ষ থেকে যদি একটি বক্তব্য ও আসে সেটা অন্যকে পৌঁছে দিতে বলেছেন। আপনারা যারা শিক্ষা গ্রহণ করছেন এটা আপনাদের কর্তব্য এই সমাজকে কুরআনের আলোকে আলোকিত করার দায়িত্ব আপনার। এটা কোনো রাজনৈতিক বা কোনো গোষ্ঠীর কথা না এটা কুরআনের দাবি। আমাদের অনেক দিন পর্যন্ত সুযোগ ছিল না এ কাজ করার কারণ দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কুরআনের জ্ঞানের কোনো চর্চা হয়নি।
আ. দৈ./ কাশেম / সাকিব