বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ৫৪তম মহান বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা ২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিএম কলেজের পরীক্ষা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং বরিশাল মহানগর দাওয়াহ ও প্রচার সম্পাদক মো. রাশেদুল হাসান বিএম কলেজ শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো নাহিদ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শাহেদ খান। বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
আ. দৈ. / কাশেম/রিফাত