‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই শ্লোগানকে ধারণ করে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির আসামবস্তী কাপ্তাই সড়কের লাভ পয়েন্ট এলাকা থেকে শুরু হয় এই ম্যারাথন।
ম্যারাথনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন। এতে রাঙামাটি ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী দৌড়বিদরা পাহাড়ি অঞ্চলে আরও বেশি ম্যারাথন আয়োজনের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিনি ম্যারাথন শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুল আলী মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মাররুফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সদর জোন কমান্ডার জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মো: হারুনুর রশীদ হারুন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মাররুফ বলেন, “তারুণ্যের উৎসবে সর্বশেষ ইভেন্ট হিসেবে এই ম্যারাথন অনুষ্ঠিত হলো, যা বিজয়ের বার্তা বহন করে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, “পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও তারুণ্যের অগ্রগতিতে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের জন্য ম্যারাথনসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে।”
সকাল সাড়ে আটটায় কাপ্তাই সড়কের লাভ পয়েন্ট থেকে মিনি ম্যারাথন শুরু হয়। সারা দেশ থেকে বিভিন্ন বয়সের ২৫৯ জন পুরুষ এবং ৪২ জন নারীসহ মোট ৩০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। ম্যারাথনের এই প্রাণবন্ত আয়োজন তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
আ. দৈ./ কাশেম/ সাখাওয়াত