জাকের পাটির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেব স্মরণে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হলো । ফরিদপুরের সদরপুরে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনব্যাপী এ বিশ্ব ইসলামী সম্মেলন মঙ্গলবার রওযা শরীফ জিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে দূর দূরান্ত থেকে অগণিত আশেকান জাকিরান ও ভক্ত মুরিদদের মিলন মেলা ঘটেছে। ফরজ, সুন্নত ও নফল এবাদতের পাশাপাশি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সেখানে। আগতদের অবস্থানে তৈরী হয় অস্থায়ী সামিয়ানা ও প্যান্ডেল। ছিলো আগত প্রত্যেকের জন্য বিশেষ খাবার ব্যবস্থা । আগতরা এ আয়োজনে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করেছেন ।
সম্মেলনস্থলে, জাকের পাটির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র :) ছাহেব স্মরণে বিশ্ব ইসলামী সন্মেলনে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল শান্তিকামী মানুষের মহাসমুদ্র ও মহামিলন মেলায় পরিনত হয়। লাখো হৃদয়ের ঐক্যতানে মুখরিত এক অনাবিল শান্তিধারা। মানুষে মানুষে সৌহার্দ্য,সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, বিশ্বাস, আস্থা ও ভালোবাসার বন্ধন রচনার তাগিদ দেয়া হয় জাকের পার্টির অনুষ্ঠেয় বিশ্ব ইসলামী সম্মেলনে ।
বিশ্ব ইসলামী সন্মেলনে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দল মত,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
শামীম হায়দার বলেন, আমরা এক আল্লাহ, এক রাসূল (সা:), এক কলেমায় বিশ্বাসী। অতএব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিভক্তি সৃষ্টি কইরেন না। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী যদি দেশের মানুষের দায়িত্ব নিতে পারে, তাহলে সত্যিকার অর্থেই দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে। আপনারা যেই জীবন ব্যবস্থা চান , কল্যাণকর বাংলাদেশ চান সেই কামনা ও উপহার মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী দিতে পারবে ।
এমআই