ঢাকার সড়কে ছিনতাই ঠেকাতে ট্রাফিক পুলিশের সার্জেন্টদের ছোট অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ বৃহস্পতিবার ঢাকার উত্তরায় কাউন্টার ও ই-টিকেটিংয়ের মাধ্যমে বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সাজ্জাত আলী বলেন, “মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।”
আজ বৃহস্পতিবার উত্তরা আজমপুর বিডিআর মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত 'ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল এর উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
সম্প্রতি ঢাকাসহ আশপাশের সড়কগুলোতে ছিনতাই বেড়ে যাওয়া নিয়ে তিনি বলেন, “বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই বা অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের বিষয়টি আমি অবগত আছি। তবে পুলিশের জনবল কম থাকায় সব দিকে নজর দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ট্রাফিক পুলিশের সদস্যরা আরও অসহায়। “তারা একজন ডিউটি করে, তারা নাজুক অবস্থায়। এজন্য ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দিচ্ছি। স্মল আর্মস দিয়ে সে যেন একাই দুই-তিনজন ছিনতাইকারীকে মোকাবেলা করতে পারে।”
ডিএমপির কমিশনার বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ আরও ‘কঠোর’ হওয়ায় ছিনতাই কমেছে। গত ১৫ দিন ছিনতাই রিপোর্টিং খুব কম। তার প্রধান কারণ আমরা ব্যাপক ধরপাকড় করেছি। ছিনতাইকারীদের জেলে রেখেছি।
আ. দৈ/সাম্য