শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
জাতীয়
বছরের প্রথম মাসেই ৬২১ সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 4 February, 2025, 8:08 PM  (ভিজিট : 114)

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৬২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬০৮ জন নিহত, কমপক্ষে ১১০০ জন আহত হয়েছেন। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩.৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৬৩ শতাংশ।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে দুর্ঘটনায় ১৪৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩.৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২ শতাংশ। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে নারী ৭২, শিশু ৮৪।

এ ছাড়া জানুয়ারি মাসে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আর ২২টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২৬৪ জন (৪৩.৪২), বাসের যাত্রী ২৮ জন (৪.৬০), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন (৫.৫৯), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৯ জন (৩.১২), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯০ জন (১৪.৮০), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম) ১৮ জন (২.৯৬) এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১২ জন (১.৯৭) নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ২১৪টি (৩৪.৪৬) জাতীয় মহাসড়কে, ২৬৫টি (৪২.৬৭) আঞ্চলিক সড়কে, ৯৬টি (১৫.৪৫) গ্রামীণ সড়কে এবং ৪২টি (৬.৭৬) শহরের সড়কে এবং ৪টি (০.৬৪) অন্যান্য স্থানে দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

দুর্ঘটনাগুলোর ১৩৩টি (২১.৪১) শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২৫৮টি (৪১.৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪১টি (২২.৭০) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৭৫টি (১২.০৭) যানবাহনের পেছনে আঘাত করা ও ১৪টি (২.২৫) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৭.৬৯, প্রাণহানি ২৬.৪৮, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৪.৮১, প্রাণহানি ১৭.৪৩, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৫.৬১, প্রাণহানি ১৫.৭৮, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৫৬, প্রাণহানি ১২.১৭, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৫, প্রাণহানি ৪.৯৩, সিলেট বিভাগে দুর্ঘটনা ৫.৭৯, প্রাণহানি ৬.২৫, রংপুর বিভাগে দুর্ঘটনা ১৩.৩৬, প্রাণহানি ১১ ও ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.১৫, প্রাণহানি ৫.৯২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

আ.দৈ/এএস



   বিষয়:   সড়ক    দুর্ঘটনা   নিহত  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে সম্পূরক শুল্ক ২০ শতাংশ করায় ড. ইউনূসের সরকারকে সাধুবাদ ফখরুলের
শাহবাগে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে জুলাই যোদ্ধাদের অপর গ্রুপ
আগারগাঁও-কারওয়ান বাজার ‘জুলাই আর্ট ওয়ার্কের উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত
রাজনৈতিক গোপন বৈঠকে অংশ গ্রহণ, মেজর সাদিকের বিচারে তদন্ত আদালত গঠন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
এবার ভারতীয় মিডিয়া ফাঁস করল ওবায়দুল কাদেরের কুকীর্তি
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝