সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালিয়ে ২৩ কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। রবিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, অভিযানে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি এবং নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ২৩ সদস্যকে হত্যা করা হয়েছে। আঙ্কারা মনে করে, ওয়াইপিজি পিকেকের সম্প্রসারিত শাখা, যারা ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।
তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দীর্ঘদিন ধরে আঙ্কারা ওয়াশিংটনসহ অন্যান্য দেশগুলোর প্রতি ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।
গত ডিসেম্বরের শুরুতে সিরিয়ার নেতৃত্ব পরিবর্তনের পর, তুরস্ক-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি তারা অস্ত্র ফেলে না দেয়, তাহলে তাদের নিশ্চিহ্ন করা হবে।’
তুরস্কের সামরিক বাহিনী ও তাদের মিত্ররা দীর্ঘদিন ধরে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আঙ্কারার মতে, সিরিয়ার ভবিষ্যতে কুর্দিপন্থী ওয়াইপিজির কোনো স্থান নেই।
আ. দৈ./ সাধ