লক্ষ্মীপুরে নেশাগ্রস্ত ও অদক্ষ চালক চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবহণ। অভিযোগটি উঠেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে।
অভিযোগ বলছে, ফিটনেস বিহীন গাড়ি, অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে অহরহই ঘটছে দুর্ঘটনা। তবে এবার প্রতিষ্ঠানটির একটি বাস ফাঁকা রাস্তায় দুর্ঘটনার শিকার হয়। রায়পুর উপজেলার সোনাপুর ইউপির রাস্তার মাথা এলাকায় ঘটা গত বৃহস্পতিবার বিকেলে (৩০ জানুয়ারি) এ দুর্ঘটনায় আহত হয়েছে চালকসহ অন্তত ১৫ শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়।
অভিভাবকরা বলছেন, দুর্ঘটনা নিয়ে থোড়াই কেয়ার করছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
আখতার হোসাইন খাঁন নামে এক শিক্ষক বলেন, প্রায় ৭-৮ জন ইনজুরি হয়েছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স ফারুকীয়ানস অ্যাসোসিয়েশন।
জানা যায়, দুর্ঘটনার শিকার ফিটনেস বিহীন বাসটির মালিক রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল ইসলাম মিঠু।
গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের পর প্রতিষ্ঠানটির সংস্কারে ১১ দফা দাবি জানায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। যার ৮ নম্বর দফায় উল্লেখ করা হয়- পরিবহন খাতে শিক্ষকদের পাশাপাশি প্রশাসনিক বা পরিবহন কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি বাতিল করতে হবে। প্রতিমাসে ড্রাইভার ও হেল্পারদের ডোপ টেস্ট করতে হবে এবং বাসে সেই ডোপ টেস্ট রিপোর্ট দৃশ্যমান রাখতে হবে। পাশাপাশি সকল শিক্ষার্থীর বসার আসন নিশ্চিত করতে হবে। ছয় মাস পেরিয়ে গেলেওে এগুলো কার্যকর কোন করা হয়নি বলে জানিয়েছেন ১০ম ব্যাচ ছাত্র হাসান রাকিব।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, বিএনপি নেতা নাজমুল ইসলাম চুক্তিবদ্ধ হয়ে পরিবহন সার্ভিস দিচ্ছেন। ফিটনেস বিহীন গাড়ি পরিবর্তনে তাকে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি সেটি মানছেন না।
এমআই