জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ সম্পর্কিত একটি প্রশ্ন স্থান পেয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের মৃত্যু তারিখ জানতে চাওয়া হয় সাধারণ জ্ঞানের অংশে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ই’ ইউনিটের এই ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১,৩৭৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।
চারুকলা ইউনিটে আসন সংখ্যা ৬০টি। পরীক্ষার কাঠামোয় ব্যবহারিক অংশের জন্য ৪৮ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৪ নম্বর বরাদ্দ ছিল।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন তুষার। তিনি বলেন, ‘পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে গেলাম। আজকের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯০ শতাংশ।’