বাক-প্রতিবন্ধী কিশোর হারিয়ে গেছে মেনাজুল ইসলাম নামের ১৭/১৮ বছরের এক বাক-প্রতিবন্ধী ছেলে ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে বগুড়ায় হারিয়ে গেছে। সে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গোবর্দ্ধন গ্রামের ছপিয়ার রহমানের ছেলে।
মেনাজুলের পিতা জানান, তার ছেলে কথা বলতে পারেনা। ঢাকায় গ্রামের লোকজনদের সাথে জমিতে নড়ানির কাজ করতে গিয়েছিল। গত শনিবার কোচে চড়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। রওপুরের সাতমাথায় কোচ থেকে নামার কথা ছিল।
কিন্তু কোচের লোকজন ভুল করে গভীর রাতে বগুড়ার সাতমাথায় নামায়ে দেয়। এরপর থেকে মেনাজুলের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। ছেলের শোকে মা-বাবা পাগলপ্রায়। কোন হৃদয়বান ব্যক্তি বাক-প্রতিবন্ধী মেনাজুলের সন্ধান পেলে তার বাবার ০১৭৩৮-৫৪২৬৩৬ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন।
আ. দৈনিক/ কাশেম/ মিজানুর