নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়কে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
মঙ্গলবার বিকেলে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ১০ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়। এসময় ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের হয়ে সর্বোচ্চ রান করে সাইমান রায়া। তার সংগ্রহ ২৪ বলে ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করে ভীম শারকি। তার সংগ্রহ ১৭ বলে ১৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করে ৪৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি )। দলের হয়ে সর্বোচ্চ রান উপহার দেন ওপেনার ইফতেখার হোসাইন। তিনি অপরাজিত থেকে সংগ্রহ করেন ২৯ বলে ৪৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দলের অধিনায়ক ও বাংলাদেশ অনুর্ধব-১৯ দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার সাকিব। তার সংগ্রহ ২৭ বলে ৩৩ রান ( অপরাজিত ) ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ জয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছাস। তারা আশাবাদী শাহরিয়ার সাকিবের নেতৃত্বে এ দল অবশ্যই ভালো কিছু করবে।
আ. দৈ./ সাধ