দিল্লী না ঢাকা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে চোকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকার পরিবেশ। ভারত-বাংলাদেশ সীমান্তে "এক ইঞ্চি জমিও ভারতকে ছাড় নয়" স্লোগানে মুখরিত হয়ে উঠেছে স্থানীয় জনগণ। এ সময় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে বিজিবিরা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে রয়েছে।
চোকা ও কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের কিছু আম গাছ কেটে ফেলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় কিছু নাগরিক এই গাছগুলো কেটে ফেলেন, যা ভারতীয় ও বাংলাদেশী নাগরিকদের মধ্যে তীব্র উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। গোলাম কিবরিয়া জানান, ভারত ও বাংলাদেশের জনগণ শূন্য লাইনের কাছাকাছি অবস্থান করছে, এবং বিজিবিরা তাদের মনোবল বাড়ানোর জন্য সেখানে অবস্থান করছে।
তিনি আরও জানান, বিএসএফের সঙ্গে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে গাছ কাটার ঘটনায় বিএসএফ তাদের দুঃখ প্রকাশ করেছে এবং এটি একটি ভুল বলে স্বীকার করেছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যথাযথ ব্যবস্থা নেবে এবং বিষয়টি বিচারাধীন থাকবে।
তিনি আরও যোগ করেন, আমরা এখনও গ্রাউন্ডে অবস্থান করছি, যাতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায়। শূন্য লাইন কেউ যেন অতিক্রম না করে এবং উত্তপ্ত পরিবেশ সৃষ্টি না হয়, আমরা বিজিবিরা সদা প্রস্তুত রয়েছি।
তবে, গোলাম কিবরিয়া অভিযোগ করেন যে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। আমি এই বিষয়টি মহাপরিচালককে অবগত করেছি এবং আশা করছি, বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করবে।
আ. দৈ/ সাম্য