দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চলমান দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার দপ্তর।
গতকাল শনিবার সকালে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ইটন দাবানলে ১১ জন এবং প্যালিসেডস দাবানলে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর: বিবিসি।
ফক্স ওয়েদারের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার গ্যাসলাইন ও ধ্বংসস্তূপ পরিষ্কার না হওয়ায় উদ্ধারকারী দল এবং হতাহত তদন্তকারীরা এখনও অনেক জায়গায় পৌঁছাতে পারেননি।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর চেষ্টার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। পানির ঘাটতির কারণে অগ্নিনির্বাপণ প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।
তবে কিছুটা আশার কথা হলো, লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দাবানল নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে চলা প্রচণ্ড বাতাসও কমতে শুরু করেছে, যা আগুন নেভানোর কাজে সহায়ক হয়েছে।
ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবারের আগ পর্যন্ত প্যালিসেডস ও ইটনের বড় দুটি দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণহীন ছিল। তবে এখন প্যালিসেডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।
আ. দৈ./ সাধ/এমআই