“শিক্ষায় বৈষম্য দূরীকরণ, একদফা জাতীয়করণ “-এ লক্ষ্য সামনে রেখে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের পক্ষে সারাদেশের বেসরকারি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ ৮ বিভাগের বিভাগীয় কমিশনার দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার ( ৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ ৮ বিভাগের বিভাগীয় কমিশনার ও সকল জেলায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের চাকুরির ধারাবাহিকতা রক্ষাসহ বেতন সংরক্ষণ পূর্বক চাকুরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো তৈরি প্রসঙ্গে এ স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য যে,বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ নেত্রকোণা জেলা শাখায়” শিক্ষায় বৈষম্য দূরীকরণ, এক দফা জাতীয়করণ “এ লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং জেলা প্রশাসক বরাবর গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক শহীদুল্লাহ, বিভাগীয় সমন্বয়ক,ময়মনসিংহ, সাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন, জেলা সমন্বয়ক এবং উপজেলা সমন্বয়কবৃন্দ।
আ. দৈ. / কাশেম/জাহাঙ্গীর