রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
ব্যাংক-বীমা
শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন নারীদের ক্ষমতায়নে ইবিএল-বিবিডিএন পার্টনারশীপ
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 11 January, 2025, 6:01 PM  (ভিজিট : 100)

ব্যাপক ডিজিটাল স্কিল প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন নারীদের ক্ষমতায়নে দা বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) পার্টনার হিসেবে কাজ করবে। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতাসম্পন্ন জনগনের অন্তর্ভূক্তি এবং ডিজিটাল অর্থনীতিতে বিকাশের জন্য তাদেরকে প্রয়োজনীয় ট্যুলস প্রদানই এই পার্টনারশীপের অন্যতম লক্ষ্য।

বিবিডিএন’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তেজা রাফী খান এবং ইবিএল’র কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল’র পক্ষ থেকে বিবিডিএনকে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি চেক হস্তান্তর করা হয়।


শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন জনগনের অন্তর্ভূক্তি এবং তাদের দক্ষতা উন্নয়নে বেসরকারি খাতের, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন ঘটেছে এই উদ্যোগের মধ্য দিয়ে। এই পার্টনারশীপ অধিকতর সামাজিক সাম্যতা অর্জনের ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে কাজ করবে।

এই উদ্যোগের মাধ্যমে পার্টনারশীপের প্রথম বছর শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন ১৫জন নারীকে বিশেষায়িত ডিজিটাল স্কিল প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রযুক্তি চালিত বর্তমান বিশ্বে অর্থপূর্ণ ক্যারিয়ার গঠনে সমাজের এসকল মানুষদের আত্মবিশ্বাসী করা তোলা এবং তাদের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করা এই প্রোগ্রামের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে বিবিডিএন প্রধান নির্বাহী মুর্তেজা রাফী খান বলেন, “আমাদের সমাজে জেন্ডার এবং শারীরিক প্রতিবন্ধকতার ইন্টারসেকশনে শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন নারীদের স্থান প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে। উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে তাদের যে ঘাটতি রয়েছে তা পূরণে এগিয়ে আসার জন্য আমরা ইবিএল এর কাছে কৃতজ্ঞ। আমরা ঘনিষ্টভাবে এমপ্লয়ার এবং প্রশিক্ষণ ইন্সটিটিউটগুলোর সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী, যার মাধ্যমে নিশ্চিত হবে যে গৃহীত উদ্যোগগুলোর ভিত্তি হবে অন্তর্ভূক্তিমূলক মার্কেট ভিত্তিক এপ্রোচ, এবং এতে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পরিষ্কারভাবে উল্লেখ থাকবে।

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, “আমরা ইস্টার্ন ব্যাংকে জীবনের রূপান্তরে ডিজিটাল স্কিলের ক্ষমতায় বিশ্বাসী। বিডিডিএন এর সঙ্গে সহযোগিতা আমাদের মিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ যার মূল কথা হলো শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন জনগনের দক্ষতা উন্নয়ন এবং তাদের অন্তর্ভূক্তি সমর্থন করা”।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিডিএন’র হেড অফ অপারেশন্স আজিজা আহমেদ, সিনিয়র একাউন্টেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন ম্যানেজার জামিয়ার রহমান, প্রোগ্রাম ম্যানেজার অরূপ রতন চৌধুরী; ইবিএল হেড অফ এডমিনিস্ট্রেশন মেজর মোঃ আব্দুস সালাম (অবঃ), কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন, হেড অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট মোস্তফা সরওয়ার এবং হেড অফ আরএমডি সাইফুল ইসলাম।


র/আ


আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
ব্যাংক-বীমা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝