যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এরই মধ্যে জানা গেছে, জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডিসহ অনেক তারকার বাড়ি রয়েছে সেখানে। এবার জানা গেল, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিও পড়েছেন দাবানলের কবলে। খবর এনডিটিভির
এ ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা। তাই অবিলম্বে তাঁকে ও তাঁর সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনো দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’
নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আশা করছি, আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ংকর, বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’
নোরার এই ভিডিও ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত ফেরার অনুরোধ করছেন তাঁরা।
আ.দৈ/এআর