সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিবিধ ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুল আলম, সিস্টেম এনালিস্ট মিহির কান্তি সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আ. দৈ/ আফরোজা