শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
৩ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
রাজনীতি
সাবেক এমপি মোস্তাফিজুর ও শিমুলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
নিজেস্ব প্রতিবেদক
Publish: Monday, 6 January, 2025, 9:48 PM  (ভিজিট : 165)

আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী এবং নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং অপরাধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (৬ জানুয়ারি) অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের মহাপরিচালক বলেন, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে ৯৮ লাখ ৬৭ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৯টি ব্যাংকের ২১টি হিসাবের মাধ্যমে ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
এই অপরাধে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।  যেখানে প্রথম মামলায় মোস্তাফিজুর রহমান আর দ্বিতীয় মামলায় মোস্তাফিজুর ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীকে আসামি করা হয়েছে।

তিনি আরো জানান, শাহীন আক্তার চৌধুরীর নামে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। পাঁচটি ব্যাংকের ৬টি হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। গত বছরের ১৮ সেপ্টেম্বর মোস্তাফিজুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১ জানুয়ারি মোস্তাফিজুর ও শাহিন আকতারের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

অন্যদিকে, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি হিসাবের মাধ্যমে মোট ৮ কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫ টাকা জমা ও ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। তিনি মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পৃথক মামলায় শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৪টি হিসাবের মাধ্যমে মোট ৫ কোটি ২৯ লাখ ২ হাজার ৬৬ টাকা জমা ও ৫ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করেছেন। মামলায় তার বিরুদ্ধে মোট ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দ্বিতীয়  মামলায় শামীমা সুলতানা জান্নাতীর নামে ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টোর ৭৩, হেয়ারউড অ্যাভিনিউয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।।

তিনি বলেন, বাংলাদেশি টাকায় একচেঞ্জ রেট অনুযায়ী বাড়িটির ক্রয়মূল্য আনুমানিক ১১ কোটি টাকা। ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের জন্য কার্যক্রম চলমান রয়েছে। শামিমা সুলতানা জান্নাতীর নামে কেনা বাড়ির কোনো তথ্য বা রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা তদন্তকালে আমলে নেওয়া হবে। তবে এ দম্পতির সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে লেনদেনের সময়কাল জানাননি তিনি।

আ. দৈ/ কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
“আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ, নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ”
এসএসসি পরীক্ষায় পাসের দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ
তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশ ফুটবলার
৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকা-পটুয়াখলী মহাসড়ক অবরোধ
১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ: সারজিস
শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ বললেন সোহেল তাজ
এনসিপির ফরিদপুরে পদযাত্রায় ব্যাপক অংশগ্রহণ
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝