রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আবুল হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন. গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আরো জানানো হয়, ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ওই দিননির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের মামলা দায়ের করা হয়। ওইমামলার এজাহারভুক্ত আসামি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার হওয়া আবুল হোসেন।
পুলিশ আরও জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার মামলায় তথ্য প্রমাণে আবুল হাসানের সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
আ. দৈনিক/ কাশেম