বাগেরহাট জেলা পরিষদের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যূত্থানে জেলা পরিষদের অবকাঠামোর ক্ষয়ক্ষতি দেখিয়ে ২০ লাখ টাকার ভুয়া বিল তৈরির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি আরো জানান,আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুদকের বাগেরহাট জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম বর্ণিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র যাচাই এবং উক্ত অবকাঠামো সরেজমিন পরিদর্শন করে। বর্ণিত বিলে জেলা পরিষদের আঙ্গিনার সম্মুখস্থ ম্যুরাল ভাঙচুর, জেলা পরিষদের গেটসহ প্রাচীর ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙচুরবাবদ আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা দেখানো হলেও অভিযানকালে জেলা পরিষদের আঙিনার সম্মুখস্থ ম্যুরালের মাথার অংশ ভাঙ্গা দেখা যায়। একই সাথে ২ টি সিসি ক্যামেরা নষ্ট দেখতে পাওয়া যায়।
এছাড়াও জেলা পরিষদের গেটের ৪ টি টাইলস পূর্বে থেকেই ভাঙ্গা ছিল মর্মে তথ্য পাওয়া যায়। অর্থাৎ প্রাথমিক যাচাইয়ে টিম কর্তৃক জেলা পরিষদ, বাগেরহাট হতে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশী দেখানো হয়েছে মর্মে প্রতীয়মান হয়। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ. /কাশেম