পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধ প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আজ সোমবার সকালে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সিন্ধ প্রদেশের মোরো শহরের কাছে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এবং পাঞ্জাবের অ্যাটক জেলার এম-১৪ মোটরওয়ের ফতেহ ঝাং ইন্টারচেঞ্জে একটি বাস উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে।
রেসকিউ ১১২২ জানায়, মিয়ানওয়ালি থেকে রাওয়ালপিন্ডিগামী ইউটং বাসটি অতিরিক্ত গতির কারণে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ১০ জন এবং আহত হন ২২ জন।
ঘন কুয়াশার কারণে লাহোরের এম-৩ সৈয়দওয়ালা ইন্টারচেঞ্জ থেকে ফয়সালাবাদগামী রাস্তায় লাহোরের একটি পরিবারের ৭ জন প্রাণ হারান। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
ডনের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে মহাসড়কে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। এর প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্র্যাফিক আইন উপেক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
দুই সপ্তাহ আগে মুলতান-সুক্কুর মোটরওয়েতে এক দম্পতি প্রাণ হারান এবং তাদের তিন সন্তান গুরুতর আহত হন।
চলতি মাসের শুরুতে বাহাওয়ালপুরের উচ শরীফ রোডে দুর্ঘটনায় সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির এক আত্মীয় নিহত হন। এসব ঘটনা পাকিস্তানের সড়ক নিরাপত্তার প্রতি নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
আ. দৈ./ সাধ