পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমারদেশ’র বাউফল প্রতিনিধি মো. জলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক মানবকন্ঠের মো. জসিম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মনিরুজ্জামান হিরোন ।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বাউফল প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ড এ ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.নুরন্নবী,সহকারি প্রিজাইডিং অফিসার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী,উপপ্রশাসনিক কর্মকর্তা মু. শাহাবুদ্দীন মুন্সী উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. জলিলুর রহমান পেয়েছেন ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী জিতেদ্র নাথ রায় পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.জসিম উদ্দিন পেয়েছেন ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আরেফিন সহিদ পেয়েছেন ১৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনিরুজ্জামান হিরোন ২৬ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ সেন্টু পেয়েছেন ১৮ভোট।
প্রেসক্লাবে মোট ৪৪জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিনা প্রতিদ্বন্দীতায় নিবার্চিত হয়েছেন ১০ জন। তারা হলেন, সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ) কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব),উত্তম কুমার (বিজয় টিভি),মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামান বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মো. আবু সুফিয়ান (সংগ্রাম), কামরুল হাসান (যায়যায় দিন)।
আ. দৈ. /কাশেম/নাজিম