পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন তুহিনের উপর সন্ত্রাসী হামলার ও মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে করেছে কালাইয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও অংগসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
শনিবার বেলা ১২ টায় কালাইয়া বন্দর সদর রোডে অবস্থিত সভাপতি মোঃ জসিম এর বাসায় কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাহার হোসেন সিকদার স্থানীয় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠকরে বলেন গতকাল শুক্রবার বাউফল হাসপাতালের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন তুহিন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং পরে একটি মিথ্যা মামলা দেয়া হয়।
এই মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মুন্সি, কালাইয়া ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাল শরীফ,বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃস্বপন মৃধা, কবির বেপারী প্রমুখ।
উল্লেখ গতকাল শুক্রবার চর ফেডারেশন এলাকায় তরমুজ খেত নিয়ে ছাত্রদলের ৪ জন নেতা কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে সেই মামলায় কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন তুহিনকে আসমী করা হয় এবং গ্রেফতার করে বাউফল থানার পুলিশ।
এবিষয়ে বাউফল থানার ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলাম বলেন গতকাল শুক্রবার ছাএদলের ৪ নেতােদের হামলার ঘটনার তুহিনকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।
আ. দৈ./ কাশেম / নাজিম