বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ব্যাংক-বীমা
টানা ষষ্ঠবারের মতো দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড বিকাশ
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Sunday, 29 December, 2024, 7:39 PM  (ভিজিট : 266)

ভোক্তা জরিপে টানা ষষ্ঠবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সবচেয়ে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। ২০১৯ থেকে ২০২৩ এর ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ মনোনীত শীর্ষ ১৫টি ব্র্যান্ডের মধ্যে ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠানটি। পরপর ছয় বছর সম্মানজনক এই স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা অষ্টম বারের মতো ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।

এক যুগেরও বেশি সময় ধরে দেশের সব শ্রেণী-পেশার মানুষের প্রতিদিনকার আর্থিক লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ যেভাবে সকলের জীবনের অংশ হয়ে উঠেছে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে গেছে, সেই অবদানেরই ধারাবাহিক স্বীকৃতি এবারেরও এই অর্জন।

গত বৃহস্পতিবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর ১৬তম সংস্করণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এর প্রধান উপদেষ্টা ড. সৈয়দ ফারহাত আনোয়ার এর হাত থেকে দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ডের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। 

আরও উপস্থিত ছিলেন, বিকাশ-এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘এনসার্চ লিমিটেড’ পরিচালিত ভোক্তা জরিপ অনুযায়ী দেশসেরা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানানোর এই আয়োজনে সহযোগিতায় ছিল ইংরেজি দৈনিক ‘দি ডেইলি স্টার’। ভোক্তা সন্তুষ্টি অর্জনে ব্র্যান্ডগুলোকে আরও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত দেড় দশক ধরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে আসছে।

এবার, দেশজুড়ে ৮ বিভাগ থেকে ১১ হাজার ২০০ ভোক্তার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আয়োজনে দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড সহ মোট ৬০টি বেস্ট ব্রান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়, পাশাপাশি ৪৪টি ক্যাটাগরির ২য় ও ৩য় ‘মোস্ট লাভড ব্র্যান্ড’-এর নামও ঘোষণা দেয়া হয়।

টানা ৬ বার দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড হওয়ার সাফল্য নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এর প্রধান উপদেষ্টা ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “ডিজিটাল ডিভাইড দূর করে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিয়ে বিকাশ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। 

বিকাশ এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের কাছেও বাংলাদেশের সাফল্যের প্রতীক। এটি প্রমাণ করেছে যে, সঠিক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করলে একটি দেশীয় ব্র্যান্ডও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে। বিকাশ তাই শুধু একটি ব্র্যান্ড নয়; এটি বাংলাদেশের উন্নয়ন ও সক্ষমতার গল্প।


আ. দৈ/ আফরোজা 







আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি মহাসচিব সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইভ্যালির রাসেল-নাসরিনের ৫ বছরের কারাদণ্ড
সেনাবাহিনী-বিজিবি-পুলিশের অবস্থান ট্রাইব্যুনালে
প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ
১৭ নভেম্বর হাসিনা ও আসাদুজ্জামানের মামলার রায়
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝