কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্দেজ। কোলাজ
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি সুকেশ চন্দ্রশেখরের প্রেম যেন নতুন নজির গড়ে চলেছে। ২০০ কোটি রুপি প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ এখন জেলে বন্দী। জেলে বসেই একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছেন। কথিত প্রেমিকা জ্যাকলিনের জন্য ব্যাকুল সুকেশ।
একের পর এক চিঠি পাঠাচ্ছেন জেল থেকে। তবে এবার সবাইকে দেখিয়ে দিলেন, আড়াল থেকেও ভালোবাসা যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলে বসেই প্রেমিকা জ্যাকলিনকে উপহার দিলেন গোটা আঙুর বাগান!
বর্তমানে তিহার জেলে বন্দী রয়েছেন সুকেশ। বন্দী অবস্থাতেই শখের নারীকে বড়দিনের উপহার হিসেবে গোটা আঙুর বাগান কিনে দিয়েছেন তিনি।
দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরনো একটি আস্ত আঙুর বাগান উপহার দিয়ে জ্যাকলিনের উদ্দেশে চিঠি লিখেছেন তিনি। যেখানে আঙুর বাগানের দলিলও জুড়ে দেয়া হয়েছে।
চিঠিতে সুকেশ লিখেছেন, উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার ‘সান্তা’ হতে কে আটকায়!
জ্যাকলিনের কথিত এই প্রেমিক আরো লিখেছেন, আজ আমি তোমাকে ১০৭ বছরের পুরনো ওয়াইন উপহার দিচ্ছি না, বরং ভালোবাসার দেশ ফ্রান্সের গোটা একটি আঙুরের বাগান দিচ্ছি, যা তুমি কল্পনাও করতে পারোনি। আমি একদিন এই বাগানে তোমার হাত ধরে হাঁটবো। দুনিয়া হয়তো ভাবছে আমি পাগল। আমি তোমার প্রেমে সত্যিই পাগল।
সুকেশের চিঠির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে অনেকে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার বলেছেন, ভালোবাসলে মানুষ এভাবেই বিভিন্ন নজির গড়তে পারেন।
এদিকে সুকেশের চিঠি পেয়ে এবারও নীরব জ্যাকলিন। কোনো প্রতিক্রিয়াই জানাননি তিনি। সুকেশ তাকে যতই উপহারে মুড়ে দিন, তিনি অভিযুক্তের প্রেমের ফাঁদে আর জড়াতে নারাজ! তাই চিঠি বা উপহারের বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।